ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
মাঘের দ্বিতীয় সপ্তাহে এসে শীতের হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা কুড়িগ্রাম। তীব্র শীতের কষ্টে জীবনযাপন করছে অঞ্চলটির নিম্ন আয়ের মানুষকে। বিশেষ করে জেলার নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ পড়েছেন বিপাকে।
এসব অঞ্চলের শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন শীতজনিত রোগে। লোকজন খড়কুটো জ্বালিয়ে দিনে শীত নিবারনের চেষ্টা করছেন। কিন্তু সেই তুলনায় মিলছে না সরকারি সহায়তা।
এই প্রতিবেদন লেখার সময় শনিবার (২৫ জানুয়ারি) কুড়িগ্রামে সকাল ১০টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। সড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে।
কুড়িগ্রাম সদরের ধরলা পাড়ের ভ্যান চালক মুকুল মিয়া বলেন, দুপুরেও সূর্য ওঠে না। লোকজনের আনাগোনা কম।
এদিকে জেলায় শীত নিবারণের জন্য সরকারিভাবে দুঃস্থদের জন্য যে কম্বল বরাদ্দ দেওয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
কুড়িগ্রাম জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন জানান, জেলার ৯ উপজেলায় ৩৪ হাজার ৭২২টি কম্বল বিতরণ করা হয়েছে। চাহিদা ভেদে বিতরণ কাজ চলমান।
কুড়িগ্রাম কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রামে শনিবার সকাল ৯ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আরও ২ থেকে ৩ দিন ডিগ্রি কমার শঙ্কা রয়েছে।