নিউজ ডেস্ক-ঢাকা প্রেস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িত প্রত্যক্ষ হামলাকারী ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। এসব দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার বিকেলে তিন দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন সাদিক কায়েম। বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে সাদিক কায়েমের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। পরে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না হলে এবং দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট তিন উপদেষ্টাকে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে।
এ সময় প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের সমালোচনা করে ডাকসু ভিপি বলেন, ওসমান হাদির ওপর হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে আখ্যায়িত করা দায়িত্বশীল নয়। তিনি এ বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় গণকমিটি গঠনের আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, এসব কমিটির মাধ্যমে ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।
এদিন সংবাদ সম্মেলনে তিনি তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—
১) ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সবাইকে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সংশ্লিষ্ট সব অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় এনে গাফিলতিতে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে। হামলাকে সমর্থন জুগিয়েছে—এমন ব্যক্তিদের সামাজিকভাবে বয়কটের উদ্যোগ নিতে হবে।
২) আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সব স্তরের সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।
৩) ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। একই সঙ্গে অভিযুক্তদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার দাবি জানান তিনি।
সাদিক কায়েম বলেন, এসব দাবি বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে রাজপথে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।