সিরাজগঞ্জে ইলিশ শিকারে ১৪ জেলের কারাদণ্ড

প্রকাশকালঃ ২৩ অক্টোবর ২০২৪ ০৬:৩০ অপরাহ্ণ ৩৩৯ বার পঠিত
সিরাজগঞ্জে ইলিশ শিকারে ১৪ জেলের কারাদণ্ড

ঢাকা প্রেস
সিরাজগঞ্জ প্রতিনিধি:-

 

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যমুনা নদীতে ইলিশ মাছের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে ১৪ জন জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
 

বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এসব জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৩০ কেজি ইলিশ মাছ এবং দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া সুলতানা কেয়া জানান, আগামী ৩ নভেম্বর পর্যন্ত যমুনা নদীতে ইলিশ মাছের প্রজনন মৌসুম চলছে। এই সময় নদীতে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। জেলেদের জীবিকা নির্বাহের জন্য সরকার তাদেরকে বিভিন্ন সহযোগিতা করে। কিন্তু কেউ যদি এই আইন অমান্য করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 

উদ্ধারকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।