ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পূর্ববিরোধের জেরে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে নাচোল আমলি আদালতের বিচারক ঈশিতা শবনম এ আদেশ দেন।
এর আগে পুলিশ গ্রেপ্তারকৃত আসামি আজিজুল হক (৫২) ও তাসিম (৩২)-কে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে। আজিজুল নাচোল উপজেলার মল্লিকপুরের বাসিন্দা বাহার আলী মন্ডলের ছেলে, আর তাসিম এজাবুল হকের ছেলে। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা নাচোল থানার এসআই দেওয়ান আলমগীর জানান, নিহত মাসুদ রানার বাবা এজাবুল হক ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে বুধবার রাতে হত্যা মামলা দায়ের করেন। এরপর আজিজুল হক ও তাসিমকে আদালতে হাজির করা হয় এবং আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে মাসুদ রানা (২২) এবং একই এলাকার রায়হান (১৫)-কে কুপিয়ে হত্যা করা হয়।