ঢাকা প্রেস,ক্রীড়া প্রতিবেদক:-
চলমান বিপিএলে ১০ ম্যাচে মাত্র দুটি জয় পেয়ে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে সিলেট স্ট্রাইকার্স। এবার নিজেদের ১১তম ম্যাচে দুর্দান্ত রাজশাহীর বিপক্ষে মাঠে নামলো সিলেট। ব্যাটিংয়ে নেমে রাজশাহীর কাছে ১১৮ রানের সহজ লক্ষ্য রেখে সাজেন জাকের-আরিফুলরা।
সোমবার (২৭ জানুয়ারি) মিরপুরে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সিলেটের শুরুটা ভালো হয়নি। ওপেনার আরিফুল ইসলাম ৯ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান। তার পর ১২ বলে ৯ রান করা সাইমুল্লাহ শিনওয়ারিও তাকে সঙ্গ দেন।
এরপর সাজ্জাদুল হক (০), জাকের আলী (১৭), জাকির হাসান (২৪), কাদেম অ্যালাইন (১) এবং তানজিম সাকিব ২ রানে আউট হলে দলীয় ৬৭ রানে সিলেট ৭ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে।
এই কঠিন পরিস্থিতিতে লড়াই চালিয়ে যান আহসান ভাট্টি, যাকে সঙ্গ দেন সুমন খান। শেষ পর্যন্ত আহসানের ২১ বলে ২৫ রান এবং সুমনের ১০ বলে অপরাজিত ২০ রানের উপর ভর করে ৯ উইকেট হারিয়ে ১১৭ রানের মামুলি পুঁজি দাঁড় করায় সিলেট।
রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন এসএম মেহরব, আর ৩ উইকেট শিকার করেন মিতুঞ্জয় চৌধুরী। এছাড়া তাসকিন আহমেদ এবং আফতাব আলম একটি করে উইকেট নেন।