বিএনপি ক্ষমতায় এলে পানির হিস্যা সমাধানের চেষ্টা করবে: আমীর খসরু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ আগu ২০২৪ ০৩:৫৬ অপরাহ্ণ   |   ৬২৩ বার পঠিত
বিএনপি ক্ষমতায় এলে পানির হিস্যা সমাধানের চেষ্টা করবে: আমীর খসরু

ঢাকা প্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি:-


লক্ষ্মীপুরে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির হিস্যা নিষ্পত্তির বিষয়টি জনগণের একটি দীর্ঘদিনের প্রত্যাশা। বিএনপি ক্ষমতায় এলে এই সমস্যার সমাধানে সর্বাত্মক চেষ্টা করবে।

 

এদিকে, বন্যাকবলিত লক্ষ্মীপুরবাসীর পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলটির স্বেচ্ছাসেবীরা খাদ্য, বস্ত্র ও আশ্রয়ের ব্যবস্থা করছে। আমীর খসরু বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের পুনর্বাসন কাজ অব্যাহত থাকবে।