সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমীর ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা তাওহিদুল হক চৌধুরীর আয়োজনে পাহাড়ে ভোজন পিকনিক অনুষ্ঠিত হয়েছে। এতে দলীয় ও নির্দলীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের সমাগম ঘটে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় আয়োজিত এ ভোজন অনুষ্ঠানে অংশ নেন ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা পেশার মানুষ। আয়োজক মাওলানা তাওহিদুল হক চৌধুরী বর্তমানে চট্টগ্রাম উত্তর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ (সিআরবি)-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের আমীর হাফেজ আলী আকবর, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাবেক সভাপতি এম. হেদায়েত, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সিকিউর সিটি শপিং সেন্টারের পরিচালক আক্তার হোসেন, জাতীয় যুব শক্তি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক তানজিদ রহমান, চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী রুবেল আনসারীসহ সীতাকুণ্ডের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মো. জামিলের পরিচালনায় আয়োজিত এই পিকনিকে জামায়াত, শিবির, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। আয়োজকদের মতে, সম্পূর্ণ নির্দলীয়ভাবে সকল পেশাজীবী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের রূপ নেয় এবং এক মিলনমেলায় পরিণত হয়।