ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-
রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান, ইগর কিরিলোভ, মস্কোতে একটি স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, রিয়াজানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে। এই বিস্ফোরণে ইগর কিরিলোভের পাশাপাশি তার এক সহকারীও প্রাণ হারিয়েছেন।
রাশিয়ার তদন্ত কমিটির সূত্রে বলা হয়েছে, কিরিলোভ পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে, এই হামলার পেছনে কে বা কারা দায়ী, তা এখনও পরিষ্কার হয়নি।