রমজানে লেবুর দাম আকাশচুম্বি: রোজাদারদের হতাশা

প্রকাশকালঃ ১৩ মার্চ ২০২৪ ০৩:১৭ অপরাহ্ণ ১৭৯ বার পঠিত
রমজানে লেবুর দাম আকাশচুম্বি: রোজাদারদের হতাশা

গত সোমবার যে লেবু ২ টাকায় বিক্রি হয়েছিল, রমজানের প্রথম দিনেই তার দাম লাফিয়ে ১০ টাকায় পৌঁছেছে। লেবুর চড়া দামের কারণে অনেক রোজাদার লেবুর শরবতের স্বাদ ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে মেটাচ্ছেন।

 

গাইবান্ধা শহরের বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, হাইব্রিড জাতের এক হালি লেবু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। আর দেশিয় জাতের লেবুর দাম আরও বেশি, ৪০ থেকে ৫০ টাকা। রোজায় লেবুর শরবত অনেকের কাছেই অপরিহার্য। কিন্তু চড়া দামের কারণে অনেকে এটি কিনতে পারছেন না।

 

রাজু মিয়া নামের এক ব্যক্তি বলেন, "গত বছর রমজানে লেবুর দাম এত বেশি ছিল না। কিন্তু এবার দাম অনেক বেশি।" খুচরা লেবু বিক্রেতা রহমান বলেন, "এই সময় লেবুর আমদানি কম থাকে। তাই দাম বেশি।"

 

গাইবান্ধার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন জানান, বাজার নিয়ন্ত্রণে তদারকি অব্যাহত রয়েছে। যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে খাদ্যপণ্য বিক্রি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।