নারায়ণগঞ্জ জেলার ডিবি কর্তৃক ০৮ কেজি গাঁজা, ২০ বোতল ফেন্সিডিল ও ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার।

প্রকাশকালঃ ২৫ ডিসেম্বর ২০২৪ ০২:৫৬ পূর্বাহ্ণ ০ বার পঠিত
নারায়ণগঞ্জ জেলার ডিবি কর্তৃক ০৮ কেজি গাঁজা, ২০ বোতল ফেন্সিডিল ও ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার।

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-


জেলা গোয়েন্দা শাখার সি জোনের এসআই(নিঃ)/সজীব সাহা অভিজিৎ, এসআই(নিঃ)/ শংকর সরকার, এসআই(নিঃ)/ বিরাজ দাস, এএসআই(নিঃ)/ উজ্জল কুমার মন্ডল এবং কং/৮৫৮ নুরে আলম রূপগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা কালে ২৪/১২/২০২৪ খ্রিঃ রাত ০০:৪০ ঘটিকার সময় তারাব পৌরসভা কার্যালয়ের সামনে অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পায় যে, রূপগঞ্জ থানাধীন উত্তর মুগরাকুল বাজার সাকিনস্থ জনৈক মোঃ বাবুল (৫৫) এর বাড়ির সামনের পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, গাঁজা বিক্রয় করার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে অভিযান পরিচালনা করে মাদক কারবারি-১। পাপ্পু হোসেন (৩৪), পিতা-মৃত নাসির উদ্দিন, মাতা- সেতু বেগম, সাং-চনপাড়া পূর্বগ্রাম, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এর দখল হতে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট, ২০(বিশ) বোতল ফেন্সিডিল এবং ০৮ (আট) কেজি মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। ধৃত আসামিকে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তার উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে। ধৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসমূহ সর্ম্পকে জিজ্ঞাসাবাদ করলে সাক্ষীদের সামনে স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল ও গাঁজা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে রূপগঞ্জ থানা এলাকাসহ আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছে। ধৃত আসামি বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল ও গাঁজা নিজ হেফাজতে রেখে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১০(ক)/১৪(খ)/১৯(খ) ধারার অপরাধ করেছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়ের নির্দেশনায় মাদক কারবারিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।