ফুলবাড়ী ১০০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেফতার ২

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ আগu ২০২৪ ১০:৩৭ অপরাহ্ণ   |   ৫২৭ বার পঠিত
ফুলবাড়ী ১০০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেফতার ২

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একাটি চৌকস টিম গত ১৬ আগস্ট ২০২৪ রাতে অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানাধীন ৩নং ফুলবাড়ী ইউনিয়নের সানাউল্লাহ নুরানী মাদ্রাসার দক্ষিণ দিকে কাঁচা রাস্তার উপর হতে ১০০ পিস ইয়াবা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দসহ রংপুর জেলার কাউনিয়া থানাধীন টেপা মধুপুর এলকার মাদক কারবারি মোঃ নাজমুল ইসলাম (২৫) ও  মোঃ জাহিদুল ইসলাম (২৩) দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে। 

 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।  কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

 

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।