ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৩৩ অপরাহ্ণ   |   ১২৭ বার পঠিত
ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

"রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় দুর্নীতি দমন কমিশন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বির্তক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়। 

আজ  মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী  গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।

গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট ডাঃ কে এম এহছান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল বাসারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের কোর্ট পরিদর্শক বিপ্লব ঘোষ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাখখারুল ইসলাম, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জুলহাস উদ্দিন।

উক্ত বির্তক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল থেকে ৪টি দল অংশগ্রহন করেন।

চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীগণ-দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য বিষয়ে পক্ষে, বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন। দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় ৩১৭ পয়েন্ট পেয়ে বিপক্ষে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ৩০৬ পয়েন্ট পেয়ে পক্ষে মাইজবাড়ী হাতেম তাই উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় সেরা বক্তার পুরষ্কার লাভ করেন খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লাবীবা ইসলাম। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।