যুক্তরাষ্ট্রের হারমিট সিং মনে করেন, বাংলাদেশ তাদের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হালকাভাবে নিয়েছিল। ম্যাচ শেষে তিনি বলেছেন, "প্রতিদিন বাংলাদেশের মতো দলকে হারানোর সুযোগ পাবেন না।"
হারমিট বিশ্বাস করেন, বাংলাদেশ যদি তাদেরকে আরও গুরুত্ব দিত, তাহলে তারা ম্যাচে অনেক ভালো করত। তিনি বলেছেন, "বাংলাদেশ ভেবেছিল যুক্তরাষ্ট্রকে অলআউট করে দেবে। কিন্তু আমরা হেঁসে খেলে হারানোর মতো দল নই।"
মার্কিন ব্যাটসম্যান আরও বলেছেন, বাংলাদেশ যদি ১৬০-১৭০ রান করতে পারত, তাহলে ম্যাচ অনেক কঠিন হত। তিনি বলেন, "বাংলাদেশ ১৬০-১৭০ রান করার পথে ছিল। সেখান থেকে আমরা শান্ত-লিটনদের ১৫০ রানের আশপাশে রাখতে পেরেছি। বোলিংয়ে এটা আমাদের সাফল্য।"
ম্যাচে মার্কিন ব্যাটসম্যান নোয়া রাসেল ৫৭ রান করে সেরা পারফর্ম করেছেন। তার পরই ছিলেন অ্যারন জোন্স ৪০ রান করে। বোলিংয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন শফিক আল হাসান। তিনি ৩ উইকেট নিয়েছেন ২৪ রানে।
এই জয়ের মাধ্যমে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে আগামী ২৪ মে।