কুড়িগ্রামে মাদক সেবনের দায়ে  পিতা ও ছে‌লের কারাদণ্ড

প্রকাশকালঃ ২৬ মে ২০২৪ ১১:৪০ অপরাহ্ণ ৬৫৮ বার পঠিত
কুড়িগ্রামে মাদক সেবনের দায়ে  পিতা ও ছে‌লের কারাদণ্ড

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

ঢাকা প্রেসঃ

কু‌ড়িগ্রাম সদ‌রে মাদক সেব‌নের দা‌য়ে বাবা ও ছে‌লে‌কে কারাদণ্ড ও জ‌রিমানা ক‌রে‌ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। র‌বিবার (২৬ মে) দুপুরে সদ‌রের পৌর এলাকার চামড়ার গোলা নয়াগ্রামে এ অ‌ভিযান চা‌লনো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদফতর কু‌ড়িগ্রাম কার্যাল‌য়ের প‌রিদর্শক তরুণ কুমার রায় এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

 

দণ্ডপ্রাপ্তরা হ‌লেন ইসলাম (৫৭) ও তার ছে‌লে হৃদয় খান (২৭)। ইসলাম‌কে চার মা‌সের বিনাশ্রম এবং হৃদয়‌কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ‌দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বাবা ছে‌লে উভয়‌কে এক হাজার টাকা ক‌রে জ‌রিমানা ক‌রা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্ত ইসলাম ও তার ছে‌লে হৃদয় মাদকাসক্ত। দীর্ঘদিন ধ‌রে মাদক সেবন ক‌রেন। ইসলাম নিয়‌মিত হেরোইন সেবন ক‌রে বা‌ড়ি‌তে জি‌নিসপত্র ভাঙচুর ক‌রেন। মাদ‌কের টাকা জোগান দি‌তে তি‌নি প‌রিবা‌রের আসবাবপত্র বি‌ক্রিও ক‌রেন। বাবা ছে‌লের মাদকাস‌ক্তির কার‌ণে প‌রিবা‌রে অশা‌ন্তি লে‌গেই থা‌কে। এর আ‌গে দুজনই মাদক মামলায় কারা‌ভোগ ক‌রে‌ছি‌লেন। র‌বিবার বা‌ড়ি‌তে ব‌সে মাদক সেব‌নের অ‌ভি‌যোগ পে‌য়ে অ‌ভিযান চালায় অ‌ধিদফতর। প‌রে ভ্রাম্যমাণ আদাল‌তে সাজা দেওয়া হয়।

 

অ‌ধিদফতরের প‌রিদর্শক তরুণ কুমার রায় ব‌লেন, ‘কু‌ড়িগ্রাম সদর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুস‌ফিকুল আলম হা‌লিম ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন। সাজাপ্রাপ্ত‌দের মাদকাসক্ত অবস্থায় পাওয়া গে‌ছে। তা‌দের কা‌ছে দশ‌মিক এক গ্রাম গলা‌নো ‌হেরোইন পাওয়া গে‌ছে। সাজা ঘোষণার পর বাবা-ছে‌লে‌কে কারাগা‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে।’