মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় জাতিসংঘের শোক ও সংহতি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জুলাই ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ণ   |   ৩০ বার পঠিত
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় জাতিসংঘের শোক ও সংহতি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জাতিসংঘ।
 

সোমবার (২১ জুলাই) জাতিসংঘের বাংলাদেশ মিশন এক শোকবার্তায় জানায়, “উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। এ দুর্ঘটনায় প্রাণহানিতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি রইল।”
 

বার্তায় আরও বলা হয়, “এই দুর্ঘটনায় শিশুসহ অনেক মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন, যা অত্যন্ত বেদনাদায়ক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি আমরা।”
 

জাতীয়ভাবে ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোক পালনে জাতিসংঘের বাংলাদেশ মিশন অংশগ্রহণ করবে বলেও বার্তায় জানানো হয়।
 

সবশেষে জাতিসংঘের মিশন জানায়, “এই দুঃসময় ও জরুরি পরিস্থিতিতে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পাশে আছি এবং প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত আছি।”