বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩০ দেশের ১১৭ জন নাগরিকের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রকাশকালঃ ০৬ জানুয়ারি ২০২৪ ০৮:৩৭ অপরাহ্ণ ১৫৬ বার পঠিত
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩০ দেশের ১১৭ জন নাগরিকের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩০ দেশের ১১৭ জন নাগরিকের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ইসিতে পর্যবেক্ষণের জন্য আবেদন জমা পড়ে। এসব আবেদন পর্যালোচনা করে গত ১২ জানুয়ারি ১১৭ জন পর্যবেক্ষকের অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত পর্যবেক্ষকরা ২১ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

অনুমোদিত দেশগুলোর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, ইতালি, স্পেন, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইজারল্যান্ড, পোল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, পর্তুগাল, গ্রিস, হাঙ্গেরি, রোমানিয়া, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, বুলগেরিয়া ও সাইপ্রাস।