ঢাকা, ১৩ জুলাই ২০২৫ (ঢাকা প্রেস) : সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা আরও ৬০ দিনের জন্য বাড়িয়েছে সরকার। এ সিদ্ধান্ত ১৪ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হলো। এই ক্ষমতা ভোগ করবেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্ট গার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে নিযুক্ত সমপদমর্যাদার সামরিক কর্মকর্তারা।
সরকারের এ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন দায়িত্ব পালন করতে পারবেন।
সূত্র: বাসস।