নাটোরে কলেজশিক্ষককে গলা কেটে হত্যা, উত্তেজনায় প্রতিবেশীর বাড়িতে অগ্নিসংযোগে বৃদ্ধার মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ণ   |   ৩৩ বার পঠিত
নাটোরে কলেজশিক্ষককে গলা কেটে হত্যা, উত্তেজনায় প্রতিবেশীর বাড়িতে অগ্নিসংযোগে বৃদ্ধার মৃত্যু

নাটোর প্রতিনিধি:

 

নাটোরের সিংড়ায় রেজাউল করিম (৫৩) নামে এক কলেজশিক্ষক ও বিএনপি নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (গতকাল) রাত ১০টার দিকে উপজেলার কুমারপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
 

এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা নিহত রেজাউল করিমের প্রতিবেশী মুদিদোকানী আব্দুল ওহাবের বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডে পুড়ে আব্দুল ওহাবের মা ছাবিহা বেওয়া (৭০) নিহত হন।
 

নিহত রেজাউল করিম কুমারপাড়া গ্রামের মৃত ছাবেদ আলী ব্যাপারীর ছেলে। তিনি বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। পাশাপাশি তিনি সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য এবং নাটোর জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।
 

নিহতের বড় ভাই আব্দুল জলিল ব্যাপারী অভিযোগ করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করায় তার ভাইকে পরিকল্পিতভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।
 

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (আজ) সকাল ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
 

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, নিহতের গলা ও মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। এছাড়া বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে এক বৃদ্ধার মৃত্যুর বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।