ঢাকা প্রেস
কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধ:-
শুক্রবার, ১১ অক্টোবর, লাকসামে অনুষ্ঠিত একটি মতবিনিময় সভায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর কেন্দ্রীয় সম্পাদক, দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার স্থানীয় সমস্যা সমাধানে স্থানীয়দের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের সাথে মতবিনিময় সভায় ড. বদিউল আলম বলেন, "স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টা করলে দেশে তেমন কোনো সমস্যা থাকবে না। স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে সমাধান হলে সরকারিভাবে জাতীয় সমস্যা সমাধান করতে সহজতর হবে।"
তিনি আরও বলেন, "স্থানীয়রা যদি স্থানীয় সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে, তাহলে দেশ এগিয়ে যাবে।"
সমাবেশে পিএফজি লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর জাফর আহমেদের সঞ্চালনায় পিএফজির এম্বাসেডর এডভোকেট বিকাশ চন্দ্র সাহা, এম্বাসেডর মো: সিরাজুল হক, নাজমুন নাহার নূপুর, লাকসাম উপজেলা জাকের পার্টির সভাপতি ও পিএফজি এম্বাসেডর নূরে আলম মানিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।