বনপাড়া পৌরসভার গরিবের চিকিৎসক রঞ্জিত আর নেই

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ নভেম্বর ২০২৫ ০৫:০৯ অপরাহ্ণ   |   ৯০ বার পঠিত
বনপাড়া পৌরসভার গরিবের চিকিৎসক রঞ্জিত আর নেই

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:


 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হারোয়া গ্রামের বাসিন্দা, বনপাড়া বাজারের “হালদার আরোগ্যালয়”-এর মালিক ও চিকিৎসক রঞ্জিত কুমার হালদার আর নেই। শনিবার দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। একাধিকবার স্ট্রোকের শিকার হয়েছিলেন এবং ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাও নিয়েছিলেন। তবে ভিসাজনিত জটিলতার কারণে সাম্প্রতিক সময়ে আর বিদেশে চিকিৎসার জন্য যেতে পারেননি।
 

জীবনের শুরুতে তিনি পাটোয়ারী হাসপাতালে সহযোগী চিকিৎসক হিসেবে কাজ করেন। পরে বনপাড়া বাজারে নিজ উদ্যোগে “হালদার আরোগ্যালয়” প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘদিন মানবসেবায় নিয়োজিত থাকেন। সৎ, পরিশ্রমী ও গরিবের চিকিৎসক হিসেবে এলাকায় তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। অর্থের অভাবে কেউ তাঁর কাছে চিকিৎসা নিতে এলে তিনি কখনও ফিরিয়ে দিতেন না—প্রয়োজনে বিনা পারিশ্রমিকেই সেবা দিতেন।
 

রঞ্জিত কুমার হালদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর শুনে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ.বি.এম. ইকবাল হোসেন রাজু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল, পৌর যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, পৌর বিএনপি নেতা ও মহুরীবারের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আকতার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বন্ধুবান্ধব তাঁর বাড়িতে ছুটে যান।
 

আজ বিকেল ৪টায় হারোয়া শ্মশানে তাঁর দাহ সম্পন্ন হয়।