নীলফামারীতে জমি দখলের চেষ্টায় বেধড়ক মারপিট ও ভাংচুর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ আগu ২০২৪ ০৭:২০ অপরাহ্ণ   |   ৬৯১ বার পঠিত
নীলফামারীতে জমি দখলের চেষ্টায় বেধড়ক মারপিট ও ভাংচুর

ঢাকা প্রেস
নীলফামারী প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে ভয়াবহ ঘটনা ঘটেছে। সোমবার সকালে, তহিদুল ইসলামের ক্রয়কৃত জমিতে টিউবওয়েল স্থাপন ও গাছ লাগানোর বিষয়টি কেন্দ্র করে তার পরিবারের উপর বেধড়ক মারপিট চালানো হয়।

 

আক্রমণকারীরা তহিদুল ইসলামের ছেলে মমিন মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে আহত করে এবং পরিবারের অন্য সদস্যদের উপরও হামলা চালায়। পরবর্তীতে তারা বাড়িতে কাউকে না পেয়ে জমি দখল করে, টিউবওয়েল ভাংচুর করে এবং গাছপালা উপড়ে ফেলে।
 

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিককেও বাধা দেওয়া হয় এবং তার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং ভিকটিমের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়ার কথা বলেছে।