শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রকাশকালঃ ০৬ জানুয়ারি ২০২৫ ০১:৩৪ অপরাহ্ণ ০ বার পঠিত
শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ঢাকা প্রেস নিউজ
 

গত ১৫ বছরের গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
 

সোমবার (৬ জানুয়ারি) সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারি করেন।
 

এছাড়াও আসামিদের ১২ ফেব্রুয়ারির মধ্যে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
 

শেখ হাসিনার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানায় থাকা অন্য ব্যক্তিদের মধ্যে আছেন সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
 

এ অভিযোগে ইতোমধ্যে এনটিএমসি’র সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে।
 

শুনানির সময় চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম অভিযোগ করেন যে, আওয়ামী লীগ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি চালু করে। তিনি বলেন, যারা গুমে যুক্ত ছিলেন তাদের পুরস্কৃত করা হতো।
 

তিনি আরও জানান, র‌্যাব, ডিবি, সিটিটিসি, ও ডিজিএফআই এই গুমের ঘটনার সঙ্গে সবচেয়ে বেশি সম্পৃক্ত ছিল।