দক্ষিণ ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় বুধবার (১৪ জুন) ভোরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।
ইউক্রেনের সামরিক বাহিনীর দক্ষিণ কমান্ড জানান, শহরটিতে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। যদিও এর আগে দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কথা জানিয়েছিলো সামরিক বাহিনী।
দক্ষিণ কমান্ড জানায়, বিমান হামলা এবং বিস্ফোরণের ফলে, ব্যবসা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক ভবন, শহরের কেন্দ্রস্থলে খাদ্য প্রতিষ্ঠান এবং দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
ধ্বংসাবশেষের মধ্যে থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসাবশেষের নিচে লোক আটকে থাকতে পারে বলে ধারণা করছে সামরিক বাহিনী।