ঢাকা প্রেস-
রিয়াল মাদ্রিদের যুব দলের তারকা খেলোয়াড় নিকো পাজের ক্যারিয়ার নতুন মোড় নিয়েছে। কাস্তিয়ার পর রিয়াল মাদ্রিদ সিনিয়র দলে খেলার সুযোগ পেলেও, কিন্তু তারকাবহুল রিয়ালে স্থান পাকাপোক্ত করতে পারেননি নিকো পাজ। ফলে, এই বছর ইতালিয়ান ক্লাব কোমোতে পাড়ি জমিয়েছেন। ৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে এই দলবদল সম্পন্ন হয়েছে।
পাজ ২০২২ সালে আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেলেও, ম্যাচ খেলার সুযোগ পাননি। কাতার বিশ্বকাপের ৪৮ সদস্যের প্রাথমিক দলেও স্থান করে নিয়েছিলেন, কিন্তু মূল দলে জায়গা পাননি। তবে, এই মাসেই তিনি আবারো জাতীয় দলে ডাক পাওয়ার আশা করছেন। আর্জেন্টিনা এই মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে এবং এই দলে পাজের নাম থাকতে পারে বলে স্প্যানিশ সংবাদমাধ্যম রেলেভো জানিয়েছে।
জাতীয় দলে অভিষেক না হলেও, পাজ আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে ৮টি ম্যাচ খেলেছেন এবং ৪টি গোল করেছেন। উল্লেখ্য, পাজ আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার পাবলো পাজের ছেলে। পাবলো আর্জেন্টিনার হয়ে ১৯৯৮ সালের বিশ্বকাপে খেলেছিলেন।