চট্টগ্রামে বাসে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ জুলাই ২০২৫ ০৮:০৬ অপরাহ্ণ   |   ২৭ বার পঠিত
চট্টগ্রামে বাসে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

চট্টগ্রাম প্রতিনিধি:-

 

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার মুহূর্তে বাসটিতে যাত্রী না থাকলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
 

তিনি আরও জানান, চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই মাসের পদযাত্রাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। এই পরিস্থিতিতে এমন অগ্নিকাণ্ডের ঘটনা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।