পুলিশ পরিচয়ে তিন ভুয়া ডিবি সদস্য আটক

প্রকাশকালঃ ০৪ ডিসেম্বর ২০২৪ ১২:৩৫ অপরাহ্ণ ০ বার পঠিত
পুলিশ পরিচয়ে তিন ভুয়া ডিবি সদস্য আটক

ঢাকা প্রেস,শরীয়তপুর প্রতিনিধি:-

 

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদাবাজির সময় তিন ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।
 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবু বকর মাতুব্বর এ তথ্য নিশ্চিত করেছেন।
 

আটককৃতরা হলেন:

  • মো. হৃদয় সিকদার (২৩), পাছোক এলাকার আমির হোসেন সিকদারের ছেলে।
  • সুমন চৌকিদার (২৮), উপসী এলাকার আলী চৌকিদারের ছেলে।
  • ইনছান আলী (২৭), লক্ষ্মীপুর এলাকার ইদ্রিস আলী বেপারীর ছেলে।

 

পুলিশ জানায়, শাহজাহান হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার শহর থেকে বাসায় ফেরার পথে বিষুগাঁও এলাকায় অভিযুক্তদের মুখোমুখি হন। তারা গোয়েন্দা পুলিশ পরিচয়ে শাহিনকে আটক করে মাদক রাখার অভিযোগে হ্যান্ডকাফ পরিয়ে ৫০ হাজার টাকা দাবি করে।
 

টাকা দিতে অস্বীকৃতি জানালে শাহিনকে মারধর করা হয়। পরে তিনি তার বাবা শাহজাহান হাওলাদারকে ফোনে টাকা আনতে বলেন। শাহজাহান ঘটনাস্থলে পৌঁছে ২২ হাজার ৯০০ টাকা দিলে অভিযুক্তরা হ্যান্ডকাফ খুলে পালানোর চেষ্টা করে।
 

তবে শাহিন ও তার বাবার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তিনজনকে আটক করতে সক্ষম হন। অভিযুক্তদের সঙ্গে থাকা অপর ব্যক্তি টাকা নিয়ে পালিয়ে যান।

 

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু বকর মাতুব্বর বলেন, "আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হই যে তারা আমাদের ডিবি পুলিশের সদস্য নয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"