ঢাকা প্রেস নিউজ
বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’ সংশোধনের খসড়া অনুমোদন করা হয়েছে। এই সংশোধনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করা হবে।
রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই আইনে সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
বিদ্যমান আইনের আওতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রদান সংক্রান্ত বিধানগুলো প্রশাসনিক ব্যবস্থাপনায় কার্যকর করা সম্ভব না হওয়ায় তা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশোধিত আইনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিধান যুক্ত করা হয়েছে।
জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থাপনায় কার্যকর না হওয়া বিধানগুলো বাতিল করা হয়েছে।
উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর সংশোধিত খসড়া অধ্যাদেশ হিসেবে জারি করা হবে। এই অধ্যাদেশ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করা হবে।
২০২১ সালে প্রণীত এই আইনের উদ্দেশ্য হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণ এবং বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানদের নিরাপত্তা নিশ্চিত করা।