শরীয়তপুরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ জানুয়ারি ২০২৫ ০৩:৩৩ অপরাহ্ণ   |   ৩৭৪ বার পঠিত
শরীয়তপুরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢাকা প্রেস,শরীয়তপুর প্রতিনিধি:-

 

শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের দ্বারা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
 

রবিবার (১৯ জানুয়ারি) গভীর রাতে, আনুমানিক আড়াইটার দিকে, এ ঘটনা ঘটে বলে জানা গেছে।


একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা কার্যালয়ে থাকা ল্যাপটপ, টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে। এরপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন।


শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি সিরাজ মোল্লা বলেন, “এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা আমরা এখনো নিশ্চিত নই। তবে ধারণা করছি, ফ্যাসিস্ট শক্তির দোসররা এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। আমরা জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানাচ্ছি।”


শরীয়তপুর পালং থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, “গভীর রাতে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয়ের তালা ভেঙে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
 

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন।