ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা: স্কুল-কলেজ বন্ধ, পাল্টাপাল্টি হামলায় নিহত ২৬

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ মে ২০২৫ ০৩:৩১ অপরাহ্ণ   |   ৯৬ বার পঠিত
ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা: স্কুল-কলেজ বন্ধ, পাল্টাপাল্টি হামলায় নিহত ২৬

অনলাইন ডেস্ক:-

 

কাশ্মীরে সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান দাবি করেছে, এ হামলায় অন্তত ২৬ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন।
 

এই হামলার জবাবে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। উত্তেজনার জেরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও রাজধানী ইসলামাবাদে সব শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একইভাবে ভারত-শাসিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি ও পুঞ্চ এলাকাতেও স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।
 

পাকিস্তান জানায়, তারা ভারতের হামলার পাল্টা জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে। এদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তান ভিম্বার গলি এলাকায় কামান নিক্ষেপ করেছে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শোনার কথাও জানিয়েছেন।
 

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। সেই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এই প্রেক্ষাপটে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান শুরু করেছে বলে জানিয়েছে রয়টার্স। পাকিস্তান বলছে, ভারত বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে, যদিও ভারত সরকারের দাবি—শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।