ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর ফুলবাড়িয়া উপজেলা অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৬ পূর্বাহ্ণ   |   ৪৬ বার পঠিত
ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর ফুলবাড়িয়া  উপজেলা অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলাপ্রতিনিধি:-

 

পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয় এবং উপজেলা প্রশাসন, ফুলবাড়িয়া, ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে ফুলবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মেহেরুননাহার এর নেতৃত্বে উপজেলায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

 

উক্ত অভিযানে উপজেলার রঘুনাথপুর নামক এলাকায় অবস্থিত মেসার্স মেঘনা ব্রিকস, মেসার্স তরফদার ব্রিক্স , মেসার্স থ্রি স্টার ব্রিক্স, মেসার্স রজব ব্রিকস, মেসার্স সোনালী ব্রিকস, মেসার্স শামিম ব্রিক্স,  কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(২) ধারা লংঘন করায় প্রতিটি ইটভাটাকে পাঁচ লক্ষ করে মোট ত্রিশ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। জনস্বার্থে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে জানান।