আজ জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের
প্রকাশকালঃ
০৬ জুন ২০২৪ ০১:৪৬ অপরাহ্ণ ৬৭২ বার পঠিত
জিলহজ মাসের নতুন চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সর্বোচ্চ আদালত। আজ বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় দেশটিতে বসবাসরত মুসলিমদের কেউ চাঁদ দেখলে তা নিকটস্থ আদালত বা সংশ্লিষ্টদের জানাতে বলা হয়। জানা যায়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জিলকদ মাসের ২৯ তারিখ। আগামীকাল শুক্রবার ৩০ জিলহজ।
চান্দ্র হিসাব অনুসারে আরবি মাস ২৯ দিন হওয়ার সম্ভাবনা রাখে। তাই আজ সন্ধ্যায় সৌদি আরবে বসবাসরত মুসলিমদের জিলহজের নতুন চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলেছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় মুসলিমদের জিলহজের চাঁদ দেখার অনুরোধ করা হয়েছে। বিবৃতিতে কেউ খালি চোখে বা দূরবীনের মাধ্যমে অর্ধচন্দ্র দেখলে সুপ্রিম কোর্ট বা স্থানীয় প্রতিনিধিদের জানানোর অনুরোধ করা হয়।
জিলহজ মাসের চাঁদ মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্ব। চাঁদ দেখার ওপর হজ পালন ও ঈদুল আজহা উদযাপনের দিন নির্ভর করে। জিলহজ মাসের ৮ তারিখ থেকে হজের কার্যক্রম শুরু হয়। এরপর ১০ তারিখ সারা বিশ্বের মুসলিমরা ঈদুল আজহা পালন করেন এবং পশু কোরবানি করেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৫ জুন (৯ জিলহজ) আরাফা প্রাঙ্গণে হাজিদের সমাগম অনুষ্ঠিত হবে। এ বছর সারা বিশ্বের ২০ লাখের বেশি মুসলিম হজ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।