রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ভোরের পাতা পত্রিকার জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক জহির ভূঁইয়া (৫৩) মারা গেছেন। আজ রোববার বিকেল পৌনে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে বিকেল পৌনে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জহির ভূঁইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামে। পরিবারের সঙ্গে তিনি রাজধানীর সবুজবাগ থানার বাসাবো ১৭ নম্বর গলিতে বসবাস করতেন।
নিহতের ছেলে রাকিব উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু বিকেল পৌনে পাঁচটায় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাকিব আরও জানান, তাঁর বাবা অফিস থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে আইল্যান্ডে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে সঙ্গে থাকা আইডি কার্ডের ফোন নম্বরে যোগাযোগ করে পরিবারের কাছে খবর দেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, জহির ভূঁইয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।