কর অঞ্চল ২৩-এ নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষসময় ২৩ মে

প্রকাশকালঃ ০৭ মে ২০২৪ ০৬:০৮ অপরাহ্ণ ৬৯৯ বার পঠিত
কর অঞ্চল ২৩-এ নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষসময় ২৩ মে

৬ ধরনের পদে ১৩ থেকে ২০তম গ্রেডে মোট ৭০ জন নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়, ঢাকা (কর অঞ্চল-২৩)। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ৯ থেকে ২৩ মে ২০২৪ তারিখের মধ্যে।

 

পদের বিবরণ:


১. কম্পিউটার অপারেটর-১টি
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)


২. প্রধান সহকারী-১২টি
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)


৩. উচ্চমান সহকারী-৯টি
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)


৪. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-১৬টি
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সাঁটলিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)


৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-১৪টি
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)


৬. অফিস সহায়ক-১৮টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)


বয়সসীমা

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১ মে ২০২৪ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। ৪ ও ৫ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

 

আবেদন ফি: পদভেদে ফি ১১২ থেকে ৩৩৪ টাকা।
আবেদনের লিংক: http://tax23.teletalk.com.bd

 

উল্লেখ্য, এর আগে কর অঞ্চল-১৮-তে ১০৩ জন, কর অঞ্চল-২১-এ ১১১ জন ও অঞ্চল-২০-এ ১০২ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল।