গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর, দেশব্যাপী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং শেখ হাসিনাসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল করেছে। অন্যদিকে, আওয়ামী লীগের ডাকা হরতাল ও মশাল মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি। ফলে পুরো উপজেলা উত্তপ্ত হয়ে উঠেছে, যার ফলে আইনশৃঙ্খলা রক্ষায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোমবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজার ও কুশলী ইউনিয়নের খালেক বাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে দেখা যায়।
মিছিল চলাকালে নেতাকর্মীরা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা ও লুটপাটের প্রতিবাদে এবং শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একইসঙ্গে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের পদত্যাগের দাবিও জানান তারা।
আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত হরতাল ও মশাল মিছিলের প্রতিবাদে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতীর বাসস্ট্যান্ডের মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট ও ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।
পরে মাল্টিপারপাস পৌর সুপার মার্কেটে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সালাউদ্দিন ইসলাম, সদস্য সচিব মাহবুব হোসেন নাসির, যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন, ছাত্রদলের আহ্বায়ক ঈসমাইল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম উদ্দিন ও শ্রমিক দলের আহ্বায়ক কবিরুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তারা আওয়ামী লীগের হরতাল প্রতিহতের ঘোষণা দিয়ে বলেন, ‘আওয়ামী লীগের ডাকা মশাল মিছিল ও হরতাল সফল হবে না। গোপালগঞ্জ জেলা বিএনপির সমাবেশ সফলভাবে শেষ করা হবে।’
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী সীমান্ত এলাকায় মশাল মিছিল করেছে বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।