ঢাকা প্রেস,নিউজ ডেস্ক:-
আন্তর্জাতিক একটি সম্মেলনে অংশ নিতে কাতার সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২২ ও ২৩ এপ্রিল কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিতব্য ‘আর্থনা (আমাদের পৃথিবী)’ শীর্ষ সম্মেলনে তিনি স্পিকার হিসেবে যোগ দেবেন বলে জানা গেছে। এই সম্মেলনে অংশ নিতে তিনি ২১ এপ্রিল দোহার উদ্দেশ্যে যাত্রা করবেন।
আর্থনা সম্মেলনটি কাতার ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে। জলবায়ু পরিবর্তন ও শুষ্ক অঞ্চলের পরিবেশ-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নির্ধারণই এ সম্মেলনের মূল লক্ষ্য।
ড. ইউনূস ছাড়াও এই সম্মেলনে বক্তৃতা করবেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ইব্রাহিম থিওয়া, ইরিনার ডেপুটি ডিরেক্টর গৌরী সিং এবং আইইউসিএন’র ডিরেক্টর জেনারেল ড. গ্রিথেল এগুইলারসহ আরও অনেকে।
আয়োজক কর্তৃপক্ষ ইতোমধ্যে ড. ইউনূসকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বলে সূত্রে জানা গেছে।