দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচনে ভোট চুরি ও ভোটকেন্দ্র দখলের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে। তিনি উল্লেখ করেন, এ কাজে রাজনৈতিক নেতার উপস্থিতি জরুরি নয়; বরং জুলাই আন্দোলনের যারা রাজপথে নেমেছিল, তারাই ভোটকেন্দ্র পাহারা দেবে।
মঙ্গলবার সকালে দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ঘোষাইবাড়ি মাঠ ও নারায়ণপুর মধ্যপাড়ায় পৃথক দুইটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “অনেকেই এখন ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছেন। যারা এই পরিকল্পনা করছেন, তারা সাবধান হোন। এখানে উপস্থিত যারা আছেন, ফজর নামাজের পর ভোটকেন্দ্রে পাহারায় দায়িত্ব পালন করবেন।” তিনি আরও জানান, ভোট চুরি রোধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং কেন্দ্র দখলকারীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করা হবে।
তিনি বলেন, “জুলাই আন্দোলনের সময় আমার মা-বোনেরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আমাদের পানি খাইয়েছে। এবার তারা ভোট চুরি ঠেকাবেন। এই দেশে ভোট চুরির রাজনীতি শেষ হয়ে গেছে। যারা আবারও চেষ্টা করবে, তাদের একই পরিণতি ভোগ করতে হবে।”
গণভোট নিয়ে তিনি বলেন, “একটি দল অপপ্রচার চালাচ্ছে যে ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধানে ‘বিসমিল্লাহ’ থাকবে না, যা সম্পূর্ণ ভিত্তিহীন। ‘হ্যাঁ’ ভোটই আগামীর বাংলাদেশ গঠনের ভিত্তি। ভোটাররা দুটি ভোট দেবেন—একটি শাপলা কলিতে, আরেকটি ‘হ্যাঁ’ ভোট।”
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সুবিল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম (সভাপতি), কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি জামসেদ হোসেন, মাওলানা মো. মোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শরীফুল ইসলাম সরকার, উপজেলা এনসিপির সার্চ কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ঈসমাঈল হোসেন প্রমুখ।