রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশকালঃ ২২ অক্টোবর ২০২৪ ০৬:৩২ অপরাহ্ণ ৪০৪ বার পঠিত
রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ঢাকা প্রেস
রাজবাড়ী প্রতিনিধি:-


রাজবাড়ীতে স্ত্রীকে নির্মমভাবে হত্যা করার অপরাধে স্বামী মনির হাসানকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

 

মঙ্গলবার (২২ অক্টোবর) রাজবাড়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক জান্নাতুল নিলিফা আক্তার জাহান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মনির হাসান বালিয়াকান্দি উপজেলার নলিয়া গ্রামের বাসিন্দা।
 

আদালতের রায় অনুযায়ী, প্রায় ২০ বছর আগে পারিবারিকভাবে মনির হাসান ও হাসি বেগমের বিয়ে হয়েছিল। তাদের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে মনির হাসান তার স্ত্রীর বাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন। তবে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।
 

বিচারক জানান, পারিবারিক কলহের জেরে গত বছরের ২৯ জুন মধ্যরাতে মনির হাসান তার স্ত্রী হাসি বেগমকে গলা চেপে ধরে গোয়ালঘরের মধ্যে থাকা একটি পাত্রে ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে নিহত হাসি বেগমের ভাই ইয়াকুব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী থানায় মামলা করেন।
 

বিস্তারিত তদন্ত শেষে আদালত মনির হাসানকে দোষী সাব্যস্ত করে এ রায় দিয়েছেন।