ঢাকা প্রেস, বিনোদন ডেস্ক:-
শনিবার (২ নভেম্বর), বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দেশনাটক দলের একটি নাটকের প্রদর্শনী বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যায়। একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নাটক বন্ধের নির্দেশ দেন।
মহাপরিচালকের মতে, একদল উত্তেজিত জনতা গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে এবং নাটক বন্ধ করার দাবি জানায়। এই ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া ও সমালোচনা দেখা যাচ্ছে। অনেকেই সৈয়দ জামিল আহমেদের পদত্যাগের দাবি তুলেছেন।
এদিকে, জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা ফেসবুকে একটি পোস্টে এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, নাটক বন্ধের পুরো দায় সৈয়দ জামিল আহমেদের নয়। তিনি দাবি করেছেন যে, এই ঘটনা ঘটানোর পেছনে অন্য কারো হাত রয়েছে।
বন্যা মির্জা আরও লিখেছেন, "আমরা বাইরে দাঁড়িয়ে অনেক বিপ্লব করতে পারি। নাট্যকর্মীদের কথা না হয় ভাবলাম না কিন্তু, যারা নাটক দেখতে এসেছিলেন? সেই দর্শকদের কথা দেশ নাটককে ভাবতে হতো।" তিনি এই ঘটনাকে 'বিভীষণ' কাজ বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন যে, কেউ কেউ জামিল আহমেদকে শিল্পকলার ডিজি হতে বাধা দিতে চেয়েছে।
রোববার (৩ নভেম্বর) সকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সৈয়দ জামিল আহমেদ জানান, নিরাপত্তার কথা বিবেচনা করে শিল্পকলা একাডেমিতে নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে।