ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনা আজ ও কাল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ মার্চ ২০২৫ ০১:৫৫ অপরাহ্ণ   |   ৯২ বার পঠিত
ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনা আজ ও কাল

অনলাইন ডেস্ক:-

 

আজ শনিবার ও আগামীকাল রোববার দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দমকা ও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হতে পারে, আর রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
 

পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। অনেক জায়গায় বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
 

আগামীকাল রোববারও একই রকম আবহাওয়া বিরাজ করতে পারে। দেশের বিভিন্ন বিভাগে দু-একটি স্থানে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা স্থিতিশীল থাকবে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
 

বিশেষ করে রোববার সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।