আচরণবিধি ভঙ্গের দায়ে অ্যাশেজের প্রথম টেস্টেই জরিমানার কবলে মঈন আলীর

প্রকাশকালঃ ১৯ জুন ২০২৩ ০৩:২১ অপরাহ্ণ ১৮৮ বার পঠিত
আচরণবিধি ভঙ্গের দায়ে অ্যাশেজের প্রথম টেস্টেই জরিমানার কবলে মঈন আলীর

বসর ভেঙে ক্রিকেটে ফেরার পর অ্যাশেজের প্রথম টেস্টেই জরিমানার কবলে পড়লেন মঈন আলী। আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। 

এজবাস্টনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৮৯তম ওভারে বোলিং করার আগে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে তিনি বোলিং হাতের আঙুলে ড্রাইং এজেন্ট স্প্রে করেছিলেন। আইন অনুযায়ী, আম্পায়ারদের অনুমতি ছাড়া বোলিং করার আগে হাতে কোনো কিছু ব্যবহার করা যাবে না।


এই নির্দেশনা অমান্য করে শাস্তির মুখে পড়লেন মঈন। তার এমন কর্ম ধরা পড়ে টিভি ক্যামেরায়। আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী লেভেল ওয়ান ভঙ্গ করেছেন মঈন। এ জন্য তাকে আর্থিক জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

মঈনের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন দুই ফিল্ড আম্পায়ার এহসান রাজা ও ম্যারাইস এরাসমাস, তৃতীয় আম্পায়ার ক্রিস গ্যাফানি ও চতুর্থ আম্পায়ার মাইক বার্নস। এরপর আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট আচরণবিধির ২.২০ বিধি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করেন মঈনকে। মঈন অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।