ড্রাইভার থেকে কোটিপতি বনে যাওয়া সী লাইন বাদশা আটক! 

প্রকাশকালঃ ০৫ অক্টোবর ২০২৪ ০৭:২৪ অপরাহ্ণ ৫৮৫ বার পঠিত
ড্রাইভার থেকে কোটিপতি বনে যাওয়া সী লাইন বাদশা আটক! 

ঢাকা প্রেস

মঈনুদ্দীন শাহীন ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

 

আওয়ামী সরকারের সাবেক সাংসদ আবদুর রহমান বদি'র আশির্বাদপুষ্ট কক্সবাজারের উখিয়ার আলোচিত ইয়াবা কারবারি বাদশা ওরফে সী লাইন বাদশাকে আটক করেছে র‍্যাব ১৫। 

 সুত্র জানায়, কক্সবাজারে এক দফা দাবিতে ছাত্র আন্দোলন চলাকালে কক্সবাজার সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর সশস্ত্র হামলার ঘটনায় বাদশা'র বিরুদ্ধে কক্সবাজারের উখিয়া থানায় ৫টি মামলা দায়ের করা হয় । যার প্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ অক্টোবর ২৪) দুপুরে তাকে আটক করে র‍্যাব ১৫।

স্বৈরাচারী সরকারের আশির্বাদে গাড়ী চালক থেকে মাদক ব্যবসার মধ্য দিয়ে আঙ্গুল ফুলে বটগাছ বনে যাওয়া এই বাদশা কক্সবাজারের বিভিন্ন নেতাদের মোটা অংকের উৎকোচ প্রদানের মাধ্যমে রাতারাতি বনে যান দাপুটে শ্রমিক নেতা এবং পরবর্তীতে আওয়ামীলীগের ত্যাগী নেতাদের সরিয়ে রাজাপালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সভাপতির পদটিও নিজের আয়ত্তে নিয়ে নেন। 

তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাদশাকে। 

জানা যায়, এক সময় নুন আনতে পাহ্না ফুরায় এমন দিন কাটানো উখিয়ার সিকদার বিল গ্রামের সৈয়দ নুরের পুত্র নুর মোহাম্মদ বাদশা অভাবের তাড়নায় সংসার চালাতে গাড়ীর হেলপারের কাজ করতেন, পরে সেখান থেকে গাড়ীর চালানো শুরু করেন। এর পরেই জড়িয়ে পড়েন অবৈধ কর্মকান্ডে, গড়ে তুলেন অপরাধের সাম্রাজ্য।  তৎকালীন কক্সবাজার -৪ আসনের সাবেক সাংসদ (বর্তমান কারান্তরিন) কক্সবাজারের ইয়াবা সম্রাট আবদুর রহমান বদি'র সাথে সখ্যতা গড়ে তুলে তার অন্যতম আস্থাবাজনে পরিণত হন বাদশা। পরে বদি'র অন্যতম সহযোগী হিসেবে কাজ শুরু করেন। অবৈধ পহ্নায় রাতারাতি বনে যান কোটি কোটি টাকার মালিক। কালো টাকায় গাড়ী চালক থেকে নিজেই কিনে ফেলেন সী লাইন নামক বেশ ক'টি বাস। রাজনৈতিক দলের ছত্রছায়ায় ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক অন্যের জমি দখল, পরিবহন সেক্টরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা সহ এমন কোন অপরাধ কর্ম নেই যা বাদশার বাদশাহীতে যুক্ত ছিলোনা। অল্পদিনেই অঢেল সম্পদের মালিক বনে যান তিনি। 

 এছাড়াও উখিয়া কক্সবাজারগামী সড়কের সী লাইন নামক বাস সমিতি গঠন করে উক্ত লাইনের বাসগুলো থেকে দৈনিক হারে চাঁদা আদায় করতো বাদশা। তার এসব অপকর্মের সংবাদ স্থানীয় গণমাধ্যমে প্রকাশ করায় বিভিন্ন সাংবাদিকদের প্রাণনাশের হুমকিসহ ব্যাপক হয়রানির ও স্বীকার হতে হয়েছে। 

 

কক্সবাজারের উখিয়ায় ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচারী সরকারের আমলে কোটি কোটি টাকা ও গাড়ী বাড়ীর মালিক বনে যাওয়া দাপুটে ব্যাক্তিদের মধ্যে অন্যতম একজন ছিলেন নুর মোহাম্মদ বাদশা। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে উখিয়ায় বিস্তর ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে রীতিমতো আলোচনায় আসেন তিনি। সর্বশেষ ৫ ই আগষ্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হলে উখিয়ার দাপুটে নেতা বাদশার বাদশাহীর ও ইতি ঘটে এলাকায়।

 

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক কনিষ্ঠ আপনজন জানিয়েছে, বর্তমানে নামে-বেনামে যেসব সম্পদের পাহাড় গড়েছেন বাদশা তার সবকিছুই কালো টাকায় করা। তাছাড়া ক্ষমতার প্রভাব খাটিয়ে বিশাল বিশাল মাদকের চালান নিজ দায়িত্বে কক্সবাজার পর্যন্ত নিয়ে গেলেও তাকে কোন তল্লাশি চৌকিতে আটক করা হতোনা বলেও জানান তিনি। 

এদিকে তার গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেন জানান, বাদশাহকে র‍্যাব কর্তৃক আটক করা হয়েছে ।

র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অফিসার মোঃ আবুল কালাম চৌধুরী মুঠোফোনে বলেন, বাদশাকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।