শ্বশুরবাড়িতে বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ নভেম্বর ২০২৪ ১২:৪৩ অপরাহ্ণ   |   ৫৩৮ বার পঠিত
শ্বশুরবাড়িতে বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-

 

চট্টগ্রামের বোয়ালখালীতে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার শাকপুরা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের ইয়াছিন তালুকদার বাড়িতে ঘরে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় মো. মনছুর আলম (৩৯) বিদ্যুৎস্পৃষ্ট হন।
 

পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার বাসিন্দা মনছুর কয়েকদিন আগে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। স্থানীয় ইউপি সদস্য কফিল উদ্দিন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

মঙ্গলবার (৫ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রাফেদুল ইসলাম। তিনি জানান, মনছুরকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।