“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে সড়ক দুর্ঘটনা হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ সার্কেল।
বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেল। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক উজ্জল কুমার ঘোষ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
সিভিল সার্জন ডা. কে. এম. শাহাব উদ্দিন,
সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী নাহিনুর রহমান,
পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) শফিকুল ইসলাম,
জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু,
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক। এছাড়া উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক আব্দুল খাবিরু ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আবু হুজাইফা।
আলোচনায় বক্তারা বলেন, সামান্য অসতর্কতা ও অবহেলার কারণেই প্রতিনিয়ত সড়কে প্রাণহানি ঘটছে। সকলের সচেতনতা, শৃঙ্খলা ও ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমেই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব। সবাইকে দায়িত্বশীলভাবে সড়ক ব্যবহারের আহ্বান জানান তারা।