এনসিপির নতুন রাজনৈতিক জোটের ঘোষণা আজ বিকেলে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ ডিসেম্বর ২০২৫ ০৩:৫৭ অপরাহ্ণ   |   ৫৭ বার পঠিত
এনসিপির নতুন রাজনৈতিক জোটের ঘোষণা আজ বিকেলে

দীর্ঘ আলোচনা–পর্যালোচনার পর অবশেষে নতুন রাজনৈতিক ও নির্বাচনি জোট গঠনের ঘোষণা দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার বিকেল চারটায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
 

এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন দুপুরে সাংবাদিকদের জানান, ‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনি ঐক্য’ শীর্ষক এই জোট গঠনের বিষয়ে বিস্তারিত জানাতে বিকেলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টির শীর্ষ নেতারা সেখানে উপস্থিত থাকবেন।
 

এর আগে গত নভেম্বরের শেষ সপ্তাহে বিএনপি ও জামায়াতে ইসলামীর বাইরে তৃতীয় একটি রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নেওয়া হলেও শেষ মুহূর্তে তা আলোর মুখ দেখেনি। ২৭ নভেম্বর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে জোট ঘোষণার পরিকল্পনা থাকলেও আগের রাত পর্যন্ত রূপায়ণ ট্রেড সেন্টারে অনুষ্ঠিত বৈঠকেও সমঝোতা হয়নি। চার দল—এনসিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের মধ্যে আলোচনা হলেও শেষ পর্যন্ত গণঅধিকার পরিষদ ও আপ বাংলাদেশ জোট থেকে সরে দাঁড়ায়।
 

এনসিপির নেতারা জানান, আপ বাংলাদেশকে বাদ দিয়ে আপাতত এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে জোট করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী অন্যান্য রাজনৈতিক দলও এই জোটে যুক্ত হতে পারে।
 

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, “আমরা আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চাই। পরে প্রয়োজন হলে অন্যান্য প্ল্যাটফর্ম যুক্ত হবে। সংস্কার বিষয়ে যেসব দলের অবস্থান আমাদের সঙ্গে মিলে, আমরা তাদের সঙ্গেই জোট করব।” আপ বাংলাদেশকে অন্তর্ভুক্ত না করার ব্যাখ্যায় তিনি বলেন, “যেসব দল সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা আছে এবং ভবিষ্যতে একসঙ্গে রাজনৈতিক কাজ করার বাস্তব সম্ভাবনা আছে, আমরা তাদের সঙ্গেই এগোবো।”
 

দীর্ঘদিনের আলোচনার পর এনসিপি–কেন্দ্রিক এই নতুন জোট ঘোষণাকে রাজনৈতিক অঙ্গনে একটি নতুন বিন্যাস হিসেবে দেখা হচ্ছে।