ঢাকা প্রেস,হিলি প্রতিনিধি:-
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় শ্রী সুজন চৌধুরী (২৯) নামে এক যুবকের মরদেহ গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কুলানন্দপুর উত্তরপাড়া গ্রামের মাঝিপাড়া এলাকা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় সুজন চৌধুরীর স্ত্রী শ্রীমতি দুলালী রানীকে পুলিশ আটক করে এবং তার সঙ্গে জিজ্ঞাসাবাদ চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৬-৭ বছর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রীমতি দুলালী রানীর সঙ্গে ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর গ্রামের হানছা লাল চৌধুরীর ছেলে সুজন চৌধুরীর বিয়ে হয়। তাদের সাড়ে ৪ বছর বয়সী একটি ছেলে রয়েছে, নাম রমেশ। প্রায়ই মোবাইল ফোনে কথা বলার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য লেগেই থাকতো। ঘটনার দিন, বুধবার রাতে খাওয়া-দাওয়ার পর স্বামী-স্ত্রী নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।
বৃহস্পতিবার ভোরে সুজন চৌধুরীর পিতা হানছা লাল চৌধুরী ঘুম থেকে উঠে বাড়ির আঙিনার কাছে বাঁশঝাড়ের নিচে তার পুত্রবধূকে অস্থির অবস্থায় দেখতে পান। তাকে কিছু জিজ্ঞাসা করলে উত্তর না পেয়ে তিনি ছেলের ঘরে যান এবং সেখানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুজন চৌধুরীর মরদেহ দেখতে পান। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানিয়েছেন, সুজন চৌধুরীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সন্দেহজনক পরিস্থিতি হওয়ায় তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।