জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-
"গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ" কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার দুই প্রধান হাসপাতাল—নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল ও ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভায় অংশগ্রহণ করেন জেলার সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা।
সভায় উন্মুক্ত আলোচনার মাধ্যমে হাসপাতাল ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যাসমূহ, রোগীদের অভিজ্ঞতা এবং সেবার মানোন্নয়নে গৃহীত সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক সকল অংশগ্রহণকারীর মতামত মনোযোগ সহকারে শোনেন এবং তা থেকে বাস্তবভিত্তিক সমাধানের আশ্বাস দেন।
সভায় জেলা প্রশাসক জানান, আগামী ৭ (সাত) দিনের মধ্যেই নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নবজাতকদের জন্য আইসিইউ চালু করা হবে। তিনি সেবাদানকারী ও সেবাগ্রহীতাদের আরও মানবিক ও সচেতন হওয়ার আহ্বান জানান এবং দুইটি হাসপাতালকে আধুনিক ও পরিচ্ছন্ন প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সকলকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।