মোল্লাহাট উপজেলা প্রতিনিধি:-
ঢাকা প্রেসঃ
মোল্লাহাট উপজেলার চুনখোলা গ্রাম থেকে বৃহস্পতিবার (৬ জুন) সকালে টিসিবির ৫৪০ লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়েছে।
এই তেল বিক্রয় নিষিদ্ধ ছিল এবং কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। বাড়ির মালিক আশিকুর রহমানকে আটক করা হয়েছে। টিসিবির তেল উত্তোলনকারী ডিলার শিকদার সাবরাজের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।
আটক আশিকুর রহমান মেসার্স সিকদার এন্টারপ্রাইজের ডিলার শিকদার সাবরাজের কাছ থেকে টিসিবির তেল নিয়েছিলেন। শিকদার সাবরাজ ন্যায্য মূল্যে বিক্রির উদ্দেশ্যে তেল উত্তোলন করেছিলেন, কিন্তু পরে গোপনে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে আশিকুর রহমানের বাড়িতে রেখেছিলেন। পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে তেল উদ্ধার করে এবং আশিকুর রহমানকে আটক করে। আটক আশিকুর রহমান জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে, শিকদার সাবরাজ দুই দিন পর তেল নিয়ে যাবে। টিসিবির ভোজ্যতেল উদ্ধার ও আটকের ঘটনায় মোল্লাহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আশঙ্কা করছে এই ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে এবং তদন্ত চলছে।