চট্টগ্রামে নব উদ্যমে এগিয়ে যাচ্ছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি

প্রকাশকালঃ ০৯ জানুয়ারি ২০২৫ ০৩:০২ অপরাহ্ণ ০ বার পঠিত
চট্টগ্রামে নব উদ্যমে এগিয়ে যাচ্ছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি

ঢাকা প্রেস
বাবুল হোসেন বাবলা,চট্টগ্রাম সদর প্রতিনিধি:-


বাফুফের নির্দেশনায় ও নব তালিকা ভুক্ত চট্টগ্রাম মহানগরের ৩৯ নং ওয়ার্ডের দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি দীর্ঘ বছর যাবত এগিয়ে যাচ্ছে।

 



বয়স ভিত্তিক খেলোয়াড় তৈরি ও‌ তরুণ প্রজন্মকে ক্রীড়া বিনোদন মুখী করতে নিরালস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাবেক ফুটবলার ও উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, ঢাকা চট্টগ্রামের সিনিয়র ডিভিশনের খেলোয়াড়,সহকারী কোচ মোঃ মামুন,সু-দক্ষ ক্রীড়া সংগঠক ও সাংবাদিক, পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, পরিচালক মোঃ খলিলুর রহমান হাওলাদার, ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন,সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, সদস্য মোঃ আঃ খালেক, উপ কমিটির সদস্য, সাবেক ফুটবলার মোঃ আব্দুর রহিম, সদস্য মোঃ রাকিব হোসেন,মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার, সহকারী মোঃ ওমর ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় টিম দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি চলমান রয়েছে অনুশীলন।
 


একাডেমির ১২-১৫,১৬-১৮ উর্ধ্বে বয়সীদের প্রায় অর্ধশত এর উপরে ফুটবলার দুই সেশনে অনুশীলন দক্ষতার সাথে পরিচালনা করেছেন অভিঞ্জ কোচ মোঃ আলাউদ্দিন ও টিম ম্যানেজার বাবুল হোসেন বাবলা।
ইতিমধ্যে একাডেমীর একাধিক খেলোয়াড় চট্টগ্রাম বিভাগী ও জেলা পর্যায়ের টিমে যোগ দেন।

 


ভালো উদ্যোগ নেয়া একাডেমীর পরিচালকদের মধ্যে একাধিক সদস্য সাবেক ফুটবলার থাকায় এই টিমের কার্যক্রম শুরু থেকেই প্রাণচঞ্চল রয়েছে বলে প্রবীণ উপদেষ্টা সদস্য মোঃ ইলিয়াস প্রতিবেদক কে জানিয়েছেন।

২০০১ সাল থেকে যাত্রা শুরু করা এই ঐতিহ্যবাহী টিম দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি বর্তমানে ২৪ বছর বা দুই যুগেরও বেশি সময় ধরে হালিশহর - পতেঙ্গা অঞ্চলের মানুষের হৃদয়ে ব্যাপক আস্থা অর্জন করে চলেছে।এক সময়ে হালিশহর একাদশ ক্লাব থেকে পরিচালিত হয়ে ২০২৪সালের শেষ দিকে বাফুফের নিবন্ধন লাভ করে আরো ব্যাপক সাড়া ফেলেছে এই দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি।
এই একাডেমির প্রাক্তন প্রশিক্ষক ও প্রয়াত নন্দিত ফুটবলার মোঃ শফিউল আলম (শফি) এবং মুরাদ হোসেন, মোঃ সালাউদ্দিন এবং মোঃ মামুন হালিশহর ফুটবল একাডেমি কে বিনামূল্যে শ্রম দিয়ে খেলোয়াড় তৈরি করতে কাজ করে গেছেন। আগামী দিনে আরো ভালো ও জাতীয় মানের ফুটবলার তৈরি করার প্রাণান্তর চেষ্টা করবেন বলে জানিয়েছেন উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন।