রাজশাহী ব্যুরো:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থী এক মঞ্চে উপস্থিত হয়ে নিজ নিজ নির্বাচনী ইশতেহার ঘোষণা এবং নির্বাচন আচরণবিধি প্রতিপালনের অঙ্গীকার করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টায় বাঘা ও চারঘাট উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে বাঘা উপজেলার পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ‘এক মঞ্চে সব প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাম্মী আক্তার। স্বাগত বক্তব্য রাখেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। নির্বাচন আচরণবিধি বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাঘা উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন ক্লান্তি চক্রবর্তী।
অনুষ্ঠানে অংশ নিয়ে চারজন প্রার্থী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। তারা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুস সালাম সুরুজ এবং জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন।
প্রার্থীরা তাদের বক্তব্যে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ বিভাগ) বেলায়েত হোসেন। তিনি বলেন, “আমরা যেন আর কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতির মুখে না পড়ি এবং মতপ্রকাশের স্বাধীনতা যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো প্রার্থীর প্রতি অন্ধ ভালোবাসা নয়—সব প্রার্থী আমাদের কাছে সমান মর্যাদার। ঘোষণাপত্র অনুযায়ী সবাই আচরণবিধি মেনে চলবেন, এমনটাই প্রত্যাশা করি; যেন প্রশাসনকে কঠোর হতে না হয়।”
চারঘাট উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) খালেদ হোসেন।
এসময় সংশ্লিষ্ট আসনের চার প্রার্থীর সমর্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।