ঢাকা, ৯ অক্টোবর: রাজধানীর বাড্ডায় বাসচাপায় একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার সকালে প্রগতি সরণি সড়কে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নিহত হন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী তাসনিম জাহান আইরিন (২৪)।
নিহত আইরিন শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি, রাজধানীর একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে ফুজি ট্রেড সেন্টারের সামনে আকাশ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় স্থানীয়রা তীব্র উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জিয়া উদ্দিন আহম্মেদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আইরিনের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীরা গভীর শোকাহত। তারা এই নির্মম ঘটনার জন্য দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন।